কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, আটক হওয়া নাগরিকরা বিজিবির হেফাজতে রয়েছেন৷ গতরাত ৩-৪টার মধ্যে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় বিজিবির টহল দল তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের বিএসএফ বাংলাদেশে পুশ ইন করিয়েছে।
পুশ ইন হওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে তাদের জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।





