আজ (শনিবার, ৩ মে) দুপুর পৌনে ১২টায় হঠাৎই গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ির আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি। ঝুটের গুদামে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। আতঙ্কে বাসাবাড়ি থেকে মালামাল নিয়ে বেরিয়ে আসেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তাদের সাথে আগুন নেভানোর কাজে যোগ দেয় আরো তিনটি ইউনিট। পরে স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এর আগেই পুড়ে ছাই হয় অন্তত ২০টি গুদাম ও দুটি সুতা কারখানা।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘আগুন লাগার খবরে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ঝুট গুদামের আগুন পার্শ্ববর্তী বসতবাড়িতে ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় সারাবো ও ভোগড়া ফায়ার স্টেশন থেকে আরো দু’টি ইউনিট যোগ দেয়।’
মোহাম্মদ মামুন বলেন, ‘বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট একযোগে কাজ করেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’
স্থানীয়রা জানান, তুলার কারখানা থেকে আগুনের সূত্রপাত। অভিযোগ আছে প্রায়ই অগ্নি দুর্ঘটনা ঘটলেও ঝুট ব্যবসায়ীদের নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা।
তবে ভয়াবহ এই আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।




