চট্টগ্রামে চিন্ময় দাসের জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী | ছবি: সংগৃহীত
0

ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল ও আইনজীবী আলীফ হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর। আজ (শুক্রবার, ২ মে) জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

মিছিলে স্লোগানে স্লোগানে চিন্ময় কৃষ্ণের জামিন বাতিলসহ আইনজীবী হত্যার ইন্ধনদাতা হিসেবে ফাঁসি দাবি করা হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, একজন রাষ্ট্রদ্রোহীকে জামিন দিয়ে রাষ্ট্রবিরোধী কাজ করা হয়েছে। এই জামিনের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের প্রভাবকে উৎসাহিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তারা।

অনতিবিলম্বে জামিন বাতিলসহ আইনজীবী আলিফ হত্যার হুকুমদাতা হিসেবে চিন্ময় কৃষ্ণের ফাঁসি দাবি করেন তারা। দ্রুত আলিফ হত্যার বিচার সম্পন্ন করার আহ্বান জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

আরো পড়ুন:

গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার হয় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে কারাগারে রয়েছেন চিন্ময়।

গেল ২ জানুয়ারি তার জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ। এরপর হাইকোর্টে জামিন আবেদন করলে সম্প্রতি তার জামিন মঞ্জুর করে আদালত।

সেজু