নাটোরে অবৈধ স্থাপন উচ্ছেদে মানববন্ধন

নাটোরে অবৈধ স্থাপন উচ্ছেদে মানববন্ধন
নাটোরে অবৈধ স্থাপন উচ্ছেদে মানববন্ধন | Ekhon
0

নাটোরের ঐতিহাসিক রাজবাড়ী চত্বর থেকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়সহ অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ এবং রাজবাড়ীটি সংস্কার করে পর্যটন বান্ধব করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাটোর স্বার্থ রক্ষা কমিটি।

আজ (রোববার, ১৩ এপ্রিল) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠনটির আয়োজনে স্বাধীনতা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, নাটোরের সিনিয়র সাংবাদিক রনেন রায়, মাহবুব হোসেন, নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সানি উল ইসলাম, সোহেল রানা রাজীব, আল আমিন সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘ঐতিহাসিক স্থাপনার মধ্যে সরকারি বাসভবন, কার্যালয়সহ অবৈধভাবে ২০টি পরিবার বসবাস করছে। যা মোটেও কাম্য নয়।’

অবিলম্বে সকল স্থাপনা উচ্ছেদ করে বিশ্বের অন্যান্য দেশের মতো গ্লোবাল হেরিটেজের ন্যায় নাটোর রাজবাড়ীকে একটি আধুনিক মানের হেরিটেজ হোটেলে রূপান্তরের জোর দাবি জানানো হয়।

এএইচ