নাটোরে মসজিদের জমি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

নাটোরে মসজিদের জমি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত | এখন
0

নাটোরের বড়াইগ্রামের নওপাড়ায় মসজিদের জমি নিয়ে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে নাজিম উদ্দিন নামে এক বিএনপি নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। গুরুতর আহত অবস্থায় তাদের দু'জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, বড়াইগ্রামের নওপাড়া জামে মসজিদের জমি নিয়ে জোয়াড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনের সাথে বিরোধ বাধে স্থানীয় বিএনপি কর্মী ফারুক হোসেনের সাথে।

আজ (শুক্রবার, ২১ মার্চ) দুপুর ১২টার দিকে নওপাড়া গ্রামে এনিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ হয়। এসময় বিএনপি কর্মী ফারুক ছুরিকাঘাত করলে নাজিম উদ্দিনসহ ৩জন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করে।

গুরুতর আহত জাহাঙ্গীর ও আরিফ নামে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেজু