পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাহিরপুর উপজেলা থেকে মধ্যনগরের কলমাকান্দা নামক স্থানে যাওয়া পাথরের গাড়ি থেকে চাঁদা তুলে সেই চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে মহেশখলা বাজারে মধ্যনগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তার হোসেন ও হারুন মিয়ার মধ্য তর্ক বির্তক শুরু হলে দু'জনের মধ্যে হাতাহাতি শুরু হয়।
পরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে মুক্তার হোসেনের পক্ষের মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান বলেন, 'পাথরের গাড়ি থেকে চাঁদার তুলার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়।'





