ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত | Ekhon Tv
0

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার (০৮ মার্চ) রাত ১১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পাশাপাশি স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচলও।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির জন্য এক নম্বর লাইন দিয়ে প্রবেশ করার সময় 'ঝ' বগির চারটি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়। তবে অন্য লাইনগুলো দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

|Ekhon Tv

দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে আখাউড়া জংশনে রিলিফ ট্রেনের জন্য খবর পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আসু