আজ (শনিবার, ১১ মে) দুপুরে কৃষি বিপণন অধিদপ্তর আয়োজিত এই সেমিনারে কৃষক, উদ্যোক্তা ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। জাতীয় অর্থনীতি শক্তিশালীকরণের জন্য কৃষি বিপণন ব্যবস্থায় কৃষি বিপণন নীতি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি। তাই সরকারের গৃহীত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে কৃষির বাজার ব্যবস্থাপনায় অধিক গুরুত্ব দিচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর।
এছাড়া কৃষিপণ্যের গুণগত মান নির্ধারণ ও পরিবীক্ষণের পাশাপাশি পণ্যের সর্বনিম্ন ও সর্বোচ্চ যৌক্তিক মূল্য নির্ধারণ ও বাস্তবায়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।
গ্রাম ও শহরের অর্থনৈতিক বৈষম্য হ্রাসের জন্য হলেও কৃষি বিপণন ব্যবস্থায় গতিশীলতা আরও বৃদ্ধি করার ওপর আলোচনা করেন বক্তারা।