আজ (বুধবার, ২২ অক্টোবর) সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ইসলামী ব্যাংক আয়োজিত ক্যাশলেস বাংলাদেশের কার্যক্রম চট্টগ্রাম জেলায় সম্প্রসারণ উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আরিফ হোসেন খান বলেন, ‘দেশে সার্বিক লেনদেনে নিরাপত্তা আনা, স্বচ্ছতা তৈরি, কর ফাঁকি রোধে একটি ক্যাশলেস সোসাইটি তৈরিকে আগামীতে জাতীয় লক্ষ্যমাত্রা হিসেবে ধরা উচিত। পৃথিবীর অনেক উন্নত ও অনুন্নত দেশ এ ধরনের সোসাইটি তৈরি করেছে।’
আরও পড়ুন:
এছাড়া দেশের ব্যবসায়িদেরও স্বচ্ছতার জন্য বড় লেনদেন ক্যাশলেস বা ডিজিটালে করার পরামর্শ দেন তিনি।
এসময় বক্তারা বলেন, দেশে টাকা ছাপানো, পরিবহন, নিরাপত্তাসহ নানা কাজে বছরে ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। ডিজিটাল লেনদেন বাড়লে এ খরচ কমবে। টাকা লেনদেন হবে তাৎক্ষণিক। যার সুফল দেশে, বিদেশে সবাই পাবে। জাল টাকার বিস্তার রোধ ও অবৈধ লেনদেন কমে যাবে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে হবে। তবে এসব ক্ষেত্রে সাইবার নিরাপত্তা, হ্যাকিং, ডিজিটাল প্রতারণা বড় চ্যালেঞ্জ।
এছাড়া ডিজিটাল সেবায় বর্তমানে যে পরিমাণ খরচ সেটি অবশ্যই কমিয়ে আনতে হবে, না হয় সাধারণ মানুষ উৎসাহিত হবে না।





