সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

অভিনেত্রী হানিয়া আমির
অভিনেত্রী হানিয়া আমির | ছবি: সংগৃহীত
1

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবার আসছেন বাংলাদেশে। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি প্রথমবারের মতো ঢাকায় পা রাখছেন। দক্ষিণ এশিয়ার বিনোদন দুনিয়ায় দ্রুত জনপ্রিয়তা পাওয়া এই তারকা টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছেন।

২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন হানিয়া আমির। এরপর ধারাবাহিকভাবে মেরে হামসাফার, ফেরি টেল, দিলরুবা, আনা, কাভি মে কাভি তুমসহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। রোমান্টিক থেকে কমেডি কিংবা গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ক্ষেত্রেই তার স্বতঃস্ফূর্ততা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।

পাকিস্তান ছাড়িয়ে বাংলাদেশেও হানিয়ার নাটকগুলো সমানভাবে জনপ্রিয়। অনেক তরুণী তার ফ্যাশন ও স্টাইল অনুসরণ করেন। তার হাসি ও ব্যক্তিত্ব তাকে ভক্তদের কাছে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছে।

উল্লেখ্য, পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সম্প্রতি সানসিল্ক বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা, যা ভিটামিন সি ও ই-এর গুণে চুলে নিয়ে আসে ঝলমলে গ্লাস শাইন। এই নতুন যাত্রাকে স্মরণীয় করে তুলতে এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করতে তিনি আসছেন ঢাকায়।

ঢাকায় অবস্থানকালে হানিয়া সানসিল্কের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন এবং একটি বিশেষ ইভেন্টে থাকছে তার পক্ষ থেকে দর্শকদের জন্য চমকও। বিস্তারিত জানতে সানসিল্ক বাংলাদেশের অফিসিয়াল পেজে ভিজিট করার আহ্বান জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

সেজু