কর্পোরেট
0

ছাত্র আন্দোলনে সাতক্ষীরায় নিহত ও আহতদের আর্থিক সহায়তা দিল বিজিবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরা জেলায় নিহত ও আহতদের মধ্যে ৩টি পরিবারকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষে থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

আজ (রোববার, ২৫ আগস্ট) ৩৩ বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফ হাসান, আহত মো. আমান উল্লাহ ও জিল্লুর রহমানকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়নকে (৩৩ বিজিবি) ধন্যবাদ জানান। একইসঙ্গে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান। এসময় সাতক্ষীরা জেলার ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, স্থানীয় রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

tech