আজ (মঙ্গলবার, ৪ জুন) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি এর সাথে লেফটেন্যান্ট জেনারেল পিটার কাকোউ লাভাহুন সৌজন্য সাক্ষাৎ করেন।
আগামী ৬ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিতব্য ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ দেখতে তারা বাংলাদেশে এসেছেন। তাদের এই সফরের মধ্য দিয়ে সিয়েরা লিওন ও জাম্বিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। —আইএসপিআর