কর্পোরেট
0

যশোরে এনআরবি-এসএইচএসটিপিআইএর মধ্যে এমওইউ সই

এনআরবি ব্যাংক লিমিটেড ও শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (এসএইচএসটিপিআইএ) মধ্যে মেমোরেন্ডাম অব আন্ডার্স্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এছাড়া একই স্থানে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কোম্পানি টেকসিটি বাংলাদেশ লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয় পার্কের ১০টি কোম্পানি।

আজ (মঙ্গলবার, ৭ মে) দুপুরে শেখ হাসিনা পার্কের বিজনেস সেন্টারে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে এনআরবির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাকির আমিন চৌধুরী এবং এসএইচএসটিপিআইএর পক্ষে সভাপতি আহসান কবীর এমওইউতে সই করেন। পরে ফাইল হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই চুক্তির ফলে এসএইচএসটিপিআইএ-এর সদস্যদের ব্যবসা উন্নয়নে সহজ শর্তে আর্থিক সহায়তা প্রদান করবে এনআরবি। এতে করে লাভবান হবে উভয়পক্ষ।

এর আগে একই স্থানে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কোম্পানি টেকসিটি বাংলাদেশ লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয় পার্কের ১০টি কোম্পানি। পার্কের যাত্রালগ্নে এই কোম্পানিগুলো হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। পরে নানা জটিলতার কারণে কোম্পানিগুলো টেকসিটির সাথে চুক্তিবদ্ধ হয়নি। অবশেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, একই মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদের উদ্যোগে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।

আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফর উল্লাহ। আরও বক্তব্য রাখেন হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (কারিগরি) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ারসহ অন্যান্যরা।

এসএস