মোনাফেকদের সঙ্গে কোনো আপস নয়: ছাত্রদল সভাপতি

কথা বলছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব
কথা বলছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব | ছবি: এখন টিভি
0

মোনাফেকদের সঙ্গে কোনো আপস নয় বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) দুপুরে শেরপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গত ১৫ বছরের অধিক সময় ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে আমরা রাজপথে ছিলাম। তাদের সঙ্গে আপস করিনি। একটি দল আছে যারা মোনাফেক, এরা ভয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেয়ার সাহসও রাখেনা।’

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘দেড় বছর অনেক ধৈর্য্য ধরেছি। এতোদিন ওই রাজনৈতিক দলটি অনেক প্রপাগান্ডা ছড়িয়েছে। আমরা শুধু সুন্দর একটি জাতীয় নির্বাচন ও স্থিতিশীল বাংলাদেশের অপেক্ষায় ছিলাম, কিন্তু ছাড় দেয়ার দিন শেষ। আগামী ১২ তারিখ বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের বিরুদ্ধে উচিত জবাব দিবে।’

আরও পড়ুন:

এ সময় তিনি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার পাশাপাশি জনবান্ধব উদ্যোগগুলোর বিষয় তুলে ধরেন।

এ সময় তিনি (নকলা-নালিতাবাড়ির) বিএনপির মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীকে বিজয়ী করতে সকল নেতা-কর্মীদের প্রতি অনুরোধ করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফএস