আরও পড়ুন:
প্রথম দফায় ৪ দিনের ছুটি (First Phase 4-Day Holiday)
ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি (Executive Order Holiday) ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি (Weekly Holiday)। ফলে কেউ যদি ৫ ফেব্রুয়ারি মাত্র ১ দিনের বাড়তি ছুটি ম্যানেজ করতে পারেন, তবে তিনি টানা ৪ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দফায় ছুটি (Second Phase Election Holiday)
ফেব্রুয়ারি মাসের সবচেয়ে বড় খবর হলো ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন (National Parliamentary Election)। নির্বাচন উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি (General Holiday) ঘোষণা করেছে। এর ঠিক পরেই ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এখানে কোনো বাড়তি চেষ্টা ছাড়াই টানা ৪ দিনের লম্বা ছুটি পাওয়া যাচ্ছে।
শিল্পাঞ্চল ও শ্রমিকদের জন্য বিশেষ ছুটি (Special Holiday for Industrial Workers)
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা রক্ষার সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য (Industrial Workers Holiday) সাধারণ ছুটি থাকবে। অর্থাৎ শিল্প এলাকার কর্মীরা নির্বাচনের আগে টানা ৩ দিন (১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি) এবং সাপ্তাহিক ছুটিসহ মোট ৫ দিনের ছুটি পেতে পারেন।
আরও পড়ুন:
২১শে ফেব্রুয়ারির ছুটি (21st February Holiday)
ফেব্রুয়ারি মাসের আরেকটি গুরুত্বপূর্ণ সরকারি ছুটি হলো ২১শে ফেব্রুয়ারি (শনিবার)। যেহেতু এটি সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে, তাই আলাদা কোনো বাড়তি দিন যোগ না হলেও এটি মাসের নির্ধারিত ছুটির অংশ। তবে ২০ ও ২১ ফেব্রুয়ারি (শুক্র-শনি) মিলিয়ে এখানে একটি মিনি ছুটি উপভোগ করা যাবে।
২০২৬ সালের সরকারি ছুটির পরিসংখ্যান (Government Holiday List 2026)
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি (Public Holiday) এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি। তবে এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় প্রকৃত ছুটির সংখ্যা কিছুটা কমেছে। এ ছাড়া মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য পৃথক ঐচ্ছিক ছুটি (Optional Holiday) নির্ধারিত রয়েছে।
আরও পড়ুন:
ফেব্রুয়ারি মাসে ছুটির পূর্ণাঙ্গ বিশ্লেষণ (Detailed Holiday Analysis)
ফেব্রুয়ারি মাসে সাপ্তাহিক ছুটি সহ মোট ১১ দিন সরকারি অফিস বন্ধ থাকবে। শবেবরাত, নির্বাচন ও ২১শে ফেব্রুয়ারি মিলিয়ে টানা ছুটির হাতছানি।
আরও পড়ুন:





