বিপৎসীমার ওপরে সুরমা-কুশিয়ারা-গোয়াইনের পানি, পানিবন্দি ৩ লাখ ৭১ হাজার মানুষ
সিলেটে বন্যা পরিস্থিতি প্রতিনিয়তই অবনতি হচ্ছে। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢল চলমান থাকায় বাড়ছে সব নদ-নদীর পানি। এরই মধ্যে সিলেটের সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াইন নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতিতে অবনতির আশঙ্কায় জেলাবাসী। সিটি কর্পোরেশনসহ ১৩ উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছেন সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৫০৭ জন মানুষ। জেলার বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র বন্যার পানিতে প্লাবিত হয়েছে।