‘জামায়াত সর্বজনীন না, তারা নির্বাচিত হলে শুধু তাদের কর্মীরাই সুবিধা পায়’

বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন
বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন | ছবি: এখন টিভি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন বলেছেন, জামায়াত সর্বজনীন না, তারা ১৮ কোটি মানুষের নেতৃত্ব দিতে পারে না। তারা নির্বাচিত হলে শুধু তাদের কর্মীরা সুবিধা পাবে।


আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জের কদমতলা ফুটবল মাঠে রতনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

কাজী আলাউদ্দীন বলেন, ‘জামায়াত যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে, কোথাও কি দেখেছেন তাদের লোকের বাইরে চাকরি দিতে? কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা সে প্রতিষ্ঠানে চাকরি পায় না।’

তিনি বলেন, ‘জামায়াত যখন দেখেছে এ আসনে ধানের শীষের প্রার্থী এগিয়ে যাচ্ছে, তখন তারা ষড়যন্ত্র করে দলের ভিতরে বিভক্তি সৃষ্টি করে একজনকে ফুটবল মার্কা দিয়ে এখানে ছেড়েছে, যদি কিছু ভোট কেটে দিয়ে তাদের দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করা যায়। আপনারা দেখেছেন তাদের দলের আইনজীবী শিশির মনির ওকালতি করে ফুটবলকে ফেরত এনেছেন কোর্ট থেকে।’

কালিগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ২০০১ সালে এমপি নির্বাচিত হয়ে কালিগঞ্জ ও দেবহাটার অভূতপূর্ব উন্নয়ন করেছি। জনগণ সে উন্নয়নের সুফল এখনও পাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আবারও যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তাহলে এ এলাকায় কোনো মানুষের সম্পদ লুণ্ঠন হবে না, দখলবাজি থাকবে না, চাঁদাবাজি হবে না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা দুর্নীতির সুযোগও থাকবে না।’

জনসভায় রতন ইউনিয়ন বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. হাফিজুর রহমান শিমুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু প্রমুখ।

এএইচ