আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান।
পথে বগুড়ার মোকামতলা ও গাইবান্ধার কয়েকটি পয়েন্টে নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ভোট চান নিজ দলের প্রার্থীদের পক্ষে।
এরপর সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জের জাফর পড়ায় আসেন বিএনপি চেয়ারম্যান। নীরবে দাঁড়ান আবু সাঈদের সমাধির পাশে। আবু সাঈদের পিতাকে সঙ্গে নিয়ে দীর্ঘ সময় দোয়া ও মুনাজাতের পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপির এ শীর্ষ নেতা। কথা শোনেন আবু পিতা-মাতার।
আরও পড়ুন:
এরপর রাতে রংপুরে নির্বাচনি জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে তারেক রহমানের। সবশেষ ২০০৪ সালে রংপুর সফরে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর দলের বর্তমান চেয়ারম্যানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত বিভাগের নেতাকর্মীরা।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকসহ রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং তার বিদেহী আত্মর মাগফিরাত কামনা করে দোয়া করেছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন আবু সাঈদ।




