শীত মৌসুমে কৃষি জমিতে সবজির উৎপাদন বাড়ায় বাজারেও সরবরাহ বেড়েছে। এতেই এর প্রভাবে গত এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি সবজির দাম কমেছে ১০ থেকে ২০ টাকা।
সরেজমিনে দেখা গেছে, নতুন আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি, কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা, ফুলকপি, বেগুন ও টমেটো ৩০ টাকা কেজি দরে।
আরও পড়ুন:
এছাড়া সিম ১৫ টাকা, বাঁধাকপি ১০ থেকে ১৫ টাকা, লাউ ২০ টাকা, পুইশাক ১২ টাকা এবং পেঁয়াজের ফুলকি ১০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৩০ টাকা এবং রসুন ৬০ টাকা কেজিতে।
সবজির দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। একই সঙ্গে বাজারে নিয়মিত সরকারি তদারকির দাবি জানিয়েছেন তারা।
এদিকে ব্যবসায়ীরা জানিয়েছে, শীত মৌসুমে সরবরাহ বেশি থাকায় সবজির দাম কমেছে। তারা বলেন, পাইকারি দামে কম কিনতে পারলে খুচরাতেও কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে।





