বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: খুলনা মহানগরীর ২১ কেন্দ্রে কেএমপির বিশেষ নিষেধাজ্ঞা জারি

বিসিএস
বিসিএস | ছবি : সংগৃহীত
0

খুলনা মহানগরীর ২১টি কেন্দ্রে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (50th BCS Preliminary Exam)। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (Khulna Metropolitan Police-KMP) কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম একটি গণবিজ্ঞপ্তি (Public Notice) জারি করেছেন।

নিরাপত্তা সংক্রান্ত বিশেষ নির্দেশনা

কেএমপির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার দিন সকাল ৭টা থেকে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের (Exam Center) ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা করতে পারবেন না এবং কোনো ধরনের মিছিল (Procession) করা যাবে না।

এছাড়া কেন্দ্র এলাকায় যে কোনো প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি বা বিস্ফোরক দ্রব্য (Explosive Substances) বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। কেন্দ্রের আশেপাশে লাউড স্পীকার (Loud Speaker) বা উচ্চশব্দ সৃষ্টিকারী কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না। বিসিএস পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ মোতায়েনসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনগত ব্যবস্থা (Legal Action) নেওয়া হবে।

আরও পড়ুন:

খুলনা বিসিএস পরীক্ষার জরুরি তথ্য
বিষয় বিস্তারিত বিবরণ
পরীক্ষার নাম৫০তম বিসিএস প্রিলিমিনারি
কেন্দ্র সংখ্যাখুলনা মহানগরীর ২১টি কেন্দ্র
তারিখ ও সময়শুক্রবার, সকাল ১০:০০ - ১২:০০
নিষেধাজ্ঞার এলাকাকেন্দ্রের চতুর্দিকে ২০০ গজ
কার্যকর সময়সকাল ৭:০০ থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত

আরও পড়ুন:


এসআর