রাজশাহীতে নির্বাচনি জনসভায় তারেক রহমান

তারেক রহমান
তারেক রহমান | ছবি: এখন টিভি
0

রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তিনি জনসভায় উপস্থিত হন।

রাজশাহীতে দীর্ঘ ২২ বছর পর দলের চেয়ারম্যান হয়ে তারেক রহমান আসছেন নির্বাচনী জনসভায়। এর আগে এসেছিলেন দলের সিনিয়র মহাসচিব হয়ে। জনসভার আয়োজন করা হয়েছে রাজশাহী নগরের হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। স্থানটি স্থানীয়ভাবে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান হিসেবে পরিচিত।

আরও পড়ুন:

নওগাঁ থেকে তারেক রহমান যাবেন বগুড়া। এরপর রাত আটটার দিকে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরও একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। নওগাঁর জনসভায় জয়পুরহাটের নেতা–কর্মীরা অংশ নেবেন। আর বগুড়ার জনসভায় পাবনা ও সিরাজগঞ্জের নেতা–কর্মীরা যাবেন।

কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে বাবার স্মৃতি বিজড়িত ভূমি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সন্ধ্যায় নওগাঁ পৌঁছে সেখানকার এটিএম মাঠে বক্তব্য রাখবেন তিনি। এরপর নওগাঁ থেকে বগুড়া যাত্রা করে রাত ৮টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। রাতে হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান।

এফএস