বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, ২০০৪ সালে একটি সম্মেলনে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। ২২ বছর পর এবার দলটির চেয়ারম্যান হিসেবে আজ এই নির্বাচনি জনসভায় আসছেন তিনি।
আরও পড়ুন:
আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) দুপুরে নগরীর ঐতিহাসিক এই মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষ্যে রাজশাহীতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তার স্বার্থে জনসভার মঞ্চসহ নগরীর আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ৩৯ জন বিএনপি থেকে মনোনীত প্রার্থীকে ধানের শীষের প্রতীক তুলে দেবেন তারেক রহমান। তার এই নির্বাচনি জনসভা ঐতিহাসিক হবে বলেও জানান নেতাকর্মীরা।





