অসৎ নেতৃত্বের কারণে দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে: রবিউল বাশার

নির্বাচনি জনসভায় রবিউল বাশার
নির্বাচনি জনসভায় রবিউল বাশার | ছবি: এখন টিভি
0

অসৎ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে দেশ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) দিনব্যাপী কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর, রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

সকালে মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি। পরে বিকেলে রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল মাঠে সমাবেশ এবং ধলবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়।

রবিউল বাশার বলেন, ‘আপনারা জামায়াতে ইসলামীকে অতীতে দুটি মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। সার্চলাইট দিয়ে খুঁজেও সেই মন্ত্রণালয় দুটিতে কোনো অনিয়ম বা দুর্নীতি পাওয়া যায়নি।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘অপরাধী ছাড়া দল-মত ও ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে এ দেশে বসবাস করবে, এটাই জামায়াতের রাজনীতি।’

তিনি আরও বলেন, ‘এ জেলাকে অতীতে বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে আর কোনো অঞ্চল অবহেলিত থাকবে না।’

এসএস