বিএনপির প্রার্থী আমিনুল হকের করা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে আব্দুল বাতেন বলেন, ‘নিজের একটি রঙিন পোস্টারের বিপরীতে প্রতিপক্ষের রয়েছে আরও অনেক বেশি। তার রঙিন পোস্টার থাকলেও সেগুলো আগে থেকেই টানানো থাকতে পারে।’
একই সঙ্গে আমিনুল হককে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কয়েকদিন ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও ক্লান্ত রয়েছেন।’
আরও পড়ুন :
সংবাদ সম্মেলনে ঢাকা-১৬ আসনের বিভিন্ন সমস্যা তুলে ধরে জামায়াত প্রার্থী বলেন, ‘এলাকায় চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও মানসম্মত প্রতিষ্ঠানের অভাব রয়েছে এবং চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের নাগালের বাইরে।’
এছাড়া ঘনবসতিপূর্ণ মিরপুরের বহু সড়ক জরাজীর্ণ বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচিত হলে ঢাকা-১৬ আসনের মানুষকে প্রথমেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের উপহার দেয়ার অঙ্গীকার করেন আব্দুল বাতেন বলেন, ‘শাসক দলের পৃষ্ঠপোষকতায় থাকা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এক চুলও ছাড় দেয়া হবে না।’
তার সঙ্গে জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের পুনর্বাসনের লক্ষ্যে সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।





