বিএনপি কারো সঙ্গে ঝগড়া করতে চায় না: মির্জা আব্বাস

কথা বলছেন মির্জা আব্বাস
কথা বলছেন মির্জা আব্বাস | ছবি: এখন টিভি
0

দলের নেতাকর্মীদের কোনো উস্কানিতে না পড়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কারো সঙ্গে ঝগড়া করতে চায় না। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘একটি দল অনেক উস্কানিমূলক কথা বলছে, ষড়যন্ত্রমূলক কাজ করছে, এগুলোতে পা দেয়া যাবে না। জনগণ ১২ তারিখে ভোটের মাধ্যমে এর জবাব দেবে।’ আজ (বুধবার, ২৮ জানুয়ারি) সকালে নয়াপল্টনে সপ্তম দিনের নির্বাচনি প্রচারণায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

নির্বাচনি প্রচারণার শুরুতেই খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও তারেক রহমানের জন্য দোয়া হয়।

এসময় আব্বাস বলেন, ‘খালেদা জিয়া চলে গেলেও, উনি বিএনপিকে পথ দেখিয়ে গেছেন।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘নির্বাচন বাস্তবায়ন করতে বাংলাদেশের মানুষ ১৭ বছর লড়াই করেছে। অনেকেই দাবি করেন, সাত দিনের আন্দোলনে শেখ হাসিনাকে পতন করিয়েছে। কিন্তু তারা জানে না, বিএনপি বিগত ১৫ বছর রাজপথে ছিলো। আন্দোলন-সংগ্রামের পথ দিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘যে দলের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা আজ বিএনপিকে কালিমায় লিপ্ত করতে চাচ্ছে। তাদের নিজের কাছে বলার কিছুই নেই। বাংলাদেশের জনগণকে তারা চিরতরে গোলাম বানিয়ে রাখতে চায়। তারা বিএনপিকে শেষ করে এ দেশটাকেও শেষ করে দিতে চায়।’

এফএস