তিনি অভিযোগ করেন, তাদের নির্বাচনি কর্মীদের ওপর হামলা করা হচ্ছে, যার ফলে নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘এভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে জনগণ কাউকে ক্ষমা করবে না।’ এ সময় তিনি আরও বলেন, ‘অনেক প্রার্থীই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন এবং তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব।’
ভোটারদের উদ্দেশে প্রতিশ্রুতি দিয়ে জসীম উদ্দীন সরকার বলেন, ‘নির্বাচিত হলে চাঁদাবাজি, ছিনতাই, দখলদারিত্ব ও যানজট নিরসনে কাজ করা হবে। প্রয়োজন অনুযায়ী ফুটওভার ব্রিজ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ধানমন্ডি লেক পরিষ্কার, গ্যাস সংকট সমাধান এবং গ্যাস সিলিন্ডারের সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সরকার আসে যায়, কিন্তু এসব মৌলিক সমস্যা দীর্ঘদিন ধরেই উপেক্ষিত থেকে যাচ্ছে।’




