জামায়াত নেতাদের গ্রেপ্তার করলে লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়া যাবে: হারুনুর রশিদ

হারুনুর রশিদ
হারুনুর রশিদ | ছবি: এখন টিভি
0

চব্বিশের ৫ আগস্টের পর যেসব অস্ত্রাগার লুট হয়েছে, জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করলে সেসব অস্ত্রের সন্ধান পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদ।

আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

হারুনুর রশিদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার নড়বড়ে অবস্থায় আছে। চাঁপাইনবাবগঞ্জেও অস্ত্রাগার লুট হয়েছিল। সেদিন আমি এ জেলাতেই ছিলাম।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘একদিকে এসপি অফিস ঘেরাও করে রাখা হয়, অন্যদিকে অস্ত্র লুট করা হয়। আমি নিশ্চিত, এসব কার্যক্রমে জামায়াতের কর্মীরা জড়িত। দেশে অস্থিরতা সৃষ্টি ও মব তৈরির উদ্দেশে তারা এসব অস্ত্র মজুত রেখেছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমি প্রশাসন, র‍্যাব ও সেনাবাহিনীকে অনুরোধ জানাব তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে এসব অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।’

এসএস