জামায়াত টাকা দিয়ে ভোট কেনা শুরু করে দিয়েছে: আমিনুল হক

আমিনুল হক
আমিনুল হক | ছবি: এখন টিভি
2

জামায়াতে ইসলামীর দিকে অভিযোগ তুলে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৬ আসনে দলটির প্রার্থী আমিনুল হক বলেছেন, তারা এরই মধ্যে টাকা দিয়ে ভোট কেনা শুরু করে দিয়েছে। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) নিজ এলাকায় নির্বাচনি প্রচারণা সভায় বক্তৃতা দেয়ার সময় তিনি অভিযোগ করেন।

আমিনুল হক বলেন, ‘আমি আপনাদের কাছে আহ্বান করছি, যারা ১৯৭১ সালে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। উনারা একটা স্লোগান দিয়েছে, চলো একসঙ্গে বাংলাদেশ গড়ি। ১৯৭১ সালে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশ নামক দেশটি যেন না হয়, সেজন্য সর্বাত্মকভাবে কাজ করেছে। তারা আজ বলছে যে, চলো একসঙ্গে বাংলাদেশ গড়ি। এটা মিথ্যাচার, ভণ্ডামি ছাড়া কিছুই না।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘যারা মিথ্যাচারের রাজনীতি করে, যারা ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের সঙ্গে প্রতারণা করছে, তাদের বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। তারা বলেছে যে, ছয় হাজার টাকা দেবো, আমাদের দাঁড়িপাল্লা মার্কায় ভোটটা দিয়েন। তারা টাকা দিয়ে এরইমধ্যে ভোট কেনা শুরু করে দিয়েছে। তারা এনআইডি নম্বর নিচ্ছে, ভোটার আইডি কার্ড নম্বর নিয়ে তারা জাল ভোট দেয়ার পরিকল্পনা করছে। জনগণ আমাদের সঙ্গে রয়েছে।’

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা সহনশীল থাকবেন, ধৈর্যশীল থাকবেন। কারণ ওই যে সংগঠন, যারা রাজাকার, যারা দেশবিরোধী—তারা কিন্তু আপনাদের উস্কানি দেবে। তাদের উস্কানিতে আপনারা পড়বেন না। আপনারা সহনশীল, ধৈর্যশীল আচরণ করবেন। কারণ, জনগণ আমাদের সঙ্গে রয়েছে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পাবে কারা?

আমিনুল হক বলেন, ‘যারা দেশের বিরুদ্ধে ছিল। তাদের নির্বাচনের আগে দেখতেছেন, নির্বাচনের পর তাদের ছায়াও দেখবেন না আপনারা। গত ১৫ বছর কোথায় ছিল তারা। তাদের কিন্তু মানুষ দেখেনি।’

এসএস