পেঁয়াজের খ্যাতির পর পাবনায় টমেটো চাষেও সাফল্য, কৃষকের মুখে হাসি

টমেটো চাষ
টমেটো চাষ | ছবি: এখন টিভি
1

কৃষিতে সমৃদ্ধ পাবনায় পেঁয়াজের সুনাম ও খ্যাতি রয়েছে দেশজুড়ে। মাটির উর্বরতা ও সহিষ্ণুতা ভালো হওয়ায় এ জেলায় কৃষিতে রয়েছে ব্যাপক সম্ভাবনা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় শীতের টমেটো চাষ করে লাভবান কৃষকরা। এর পাশাপাশি সার, বীজ ও বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ।

বিস্তীর্ণ মাঠে থোকায় থোকায় লাল-সবুজ রঙের টমেটো— এমন চিত্র চোখে পড়বে সুজানগরের খলিলপুর গ্রামে। সেখানে মাঠজুড়ে চাষ হয়েছে ‘ওয়ান্ডারফুল টু’ জাতের টমেটো। খলিলপুর গ্রামের কৃষক আনসার আলী প্রবাস থেকে দেশে ফিরে শুরু করেন কৃষিকাজ। উন্নত জাতের টমেটো চাষ করে সফল হয়েছেন এ উদ্যোক্তা।

টমেটো চাষ করে বর্তমানে বেশ লাভবান হয়েছেন বলে জানান তিনি। এর পাশাপাশি ছেলে-মেয়ের পড়াশোনার খরচও বহন করছেন এখান থেকেই।

‘ওয়ান্ডারফুল টু’ জাতের টমেটো প্রতি বিঘায় উৎপাদন হয় ২০০ থেকে আড়াইশো মণ। এখানকার টমেটো সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও বেশি। এ জাতের টমেটো চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। স্থানীয় কৃষকরা জানান, ফলন কম হলেও বেশি দাম পাওয়ায় লাভবান হচ্ছেন তারা।

আরও পড়ুন:

এদিকে, কৃষকদের সার, বীজ ও বিভিন্ন পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করছেন বলে জানায় কৃষি বিভাগ। পাবনা সুজানগর উপজেলার কৃষি অফিসার আসাদুজ্জামান বলেন, ‘এখানে তিনি (আনসার আলী) “ওয়ান্ডার টু” জাতের একটি টমেটো চাষ করেছেন। ফলনও খুবই ভালো হয়েছে। আশপাশের কৃষকরা উদ্বুদ্ধ হয়েছেন।’

তিনি বলেন, ‘গত বছরও “মিন্টু সুপার” নামে টমেটো চাষ করেছিলেন, সেটাও এলাকায় সারা ফেলেছিল। এ বছরও সারা ফেলেছে, আমরা আশা করছি আগামী বছর এ জাতটি ওই এলাকায় ছড়িয়ে পরবে এবং কৃষকরা চাষ করে লাভবান হবেন।’

কৃষি অফিসের তথ্যমতে, সুজানগরে এ বছর ৫৫০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে।

জেআর