আজ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ঢাকায় শীতের সকাল
ঢাকায় শীতের সকাল | ছবি: এখন টিভি
0

আজ সারা দেশে আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানায় অধিদপ্তরটি। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ দিনের তাপমাত্রা।

আরও পড়ুন:

আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়, এদিন বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ।

ইএ