ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের মতবিনিময়

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা | ছবি: এখন টিভি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দলের সঙ্গে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় বক্তব্য দেন, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক ভেরোনিকা লোমোভা। এসময় তার সঙ্গে ছিলেন একই মিশনের আরেক পর্যবেক্ষক ড্যানিয়েল কেরেকেস।

ভেরোনিকা লোমোভা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের আওতায় সারা দেশে ২৮টি দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দল কাজ করছে।’

তিনি জানান, তাদের দলটি ফরিদপুর ও রাজবাড়ি জেলার দায়িত্বে রয়েছে এবং তারা প্রায় এক সপ্তাহ আগে দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া নির্বাচন পরবর্তী আরও প্রায় এক সপ্তাহ মাঠে থাকবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন:

তিনি আরও জানান, প্রাক-নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে তারা নির্বাচন ব্যবস্থাপনা সংস্থা, রাজনৈতিক দল ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন।

সভায় এক সাংবাদিক সংখ্যালঘু ভোটারদের ভোটে আগ্রহ সম্পর্কে জানতে চাইলে ভেরোনিকা লোমোভা বলেন, ‘এ বিষয়ে আমরা কোনো মন্তব্য দিচ্ছি না। আমরা কেবল খুব সীমিত কিছু অংশই দেখতে পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে যেকোনো আনুষ্ঠানিক মন্তব্য ঢাকায় অবস্থানরত পর্যবেক্ষণ মিশনের সহকর্মীদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। নির্বাচন শেষ হওয়ার দুই দিন পর ঢাকায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিশনের প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরা হবে।’

এসএইচ