নির্বাচনকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চালালে জনগণের সামনে টিকবে না: ডা. জাহিদ

নির্বাচনি প্রচারণায় ডা. এ জেড এম জাহিদ হোসেন
নির্বাচনি প্রচারণায় ডা. এ জেড এম জাহিদ হোসেন | ছবি: এখন টিভি
1

নির্বাচনকে বিতর্ক করার জন্য কেউ আবার অপপ্রচার চালাতে পারে, জনগণের সামনে এসব ষড়যন্ত্র টিকবে না বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ (সোমবার, ২৬ জানুয়ারি) দুপুরে হিলির ধরন্দা ও পল্লী বিদ্যুৎ এলাকায় নির্বাচনি গণসংযোগে এসে এ মন্তব্য করেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে অবাধ ও সুষ্ঠু করার জন্য কাজ করতে হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘প্রতিপক্ষের প্রার্থী রাজনৈতিক পরিবেশ ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এছাড়াও তারা রঙিন ব্যানার ঝুলিয়েছে যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছে তারপরও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।’

অন্যদিকে গতকাল সন্ধ্যায় জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম এক পথসভায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেছে সে অভিযোগও তোলেন তিনি।

এফএস