রোববার (২৫ জানুয়ারি) রাতে কলারোয়া উপজেলার বেগম খালেদা জিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা–কলারোয়া এলাকার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বক্তব্যে তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে ধানদিয়া, জয়নগর, কলারোয়া ও সাগরদাঁড়ির মানুষের যোগাযোগ সুবিধার জন্য কপোতাক্ষ নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করব। একই সঙ্গে জয়নগরের মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী স্লুইসগেট পুনর্নির্মাণ করা হবে এবং নীলকণ্ঠপুর এলাকার মানুষের জন্য একটি সড়ক নির্মাণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে এবং কৃষকদের জন্য কৃষি ভাতা প্রদান করা হবে।’
জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রওশান আলী গাজী-এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মফিদুল হক লিটু, সহ-সভাপতি মহব্বত আলী সরদার এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।





