নির্বাচনে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করা হবে না: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
0

নির্বাচন ঘিরে দেশে অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে প্রতিবেশী দেশকে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আজ (রবিবার, ২৫ জানুয়ারি) ঢাকা-৬ আসনে নির্বাচনি জনসভায় বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘যারাই রাজা হয়েছে, তারাই দেশের ধন চুরি করেছে। ৫৪ বছরেও রাজনীতবিদরা জাতিকে সেবা দিতে পারেনি। ফলে মানুষ অপরাধে জড়িয়ে গেছে, এর ব্যর্থতা রাষ্ট্রের।’

আরও পড়ুন:

সমাবেশে চাঁদাবাজি ও দূর্নীতি বন্ধের তাগিদ দিয়ে বেকারদের ঋণ নয় বরং কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। এসময় পুরান ঢাকাকে ‘সোনায়’ রূপ দেয়ারও আশ্বাস দেন জামায়াত আমির।

এর আগে, রাজধানীর যাত্রাবাড়ির কাজলা ব্রিজের নির্বাচনি সমাবেশে জামায়াত আমির জানান, ক্ষমতায় এলে নিজঘর, সড়ক কিংবা কর্মক্ষেত্রে নারীদের মর্যাদা রক্ষার পরিকল্পনা নিয়েছে তার দল। এছাড়া নির্বাচনে ভোটের মাঠে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।

এসএইচ