কারাফটকে প্রথমবার মৃত সন্তানকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন সাদ্দাম

কারাগারে মরদেহ নেয়া হচ্ছে
কারাগারে মরদেহ নেয়া হচ্ছে | ছবি: সংগৃহীত
2

বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম কারাফটকে শেষবারের মতো স্ত্রী-সন্তানের লাশ দেখেছেন। গতকাল (শনিবার, ২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে দূর থেকে তাকে স্ত্রী-সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। মৃত স্ত্রী-সন্তানের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন কারাবন্দি ছাত্রলীগ নেতা।

স্বজনরা জানান, সাদ্দামের ৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর তার স্ত্রী আত্মহত্যা করেন।

পুলিশ জানায়, সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ছেলেকে মেঝে থেকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এই মৃত্যুর পর স্বজনরা সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। তবে তাদের আবেদন নাকচ করা হয়।

আরও পড়ুন:

পরে কারাবন্দি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দামকে স্ত্রী-সন্তানকে দেখানোর জন্য মরদেহ নেয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। এ সময় কারাফটকে নেয়া হয় সাদ্দামকে। শেষ বারের মতো স্ত্রী-সন্তানের মৃত মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, সাদ্দাম দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকায় তার স্ত্রী স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েন। স্বামীর মুক্তির কোনো পথ না পেয়ে চরম হতাশা থেকে তিনি প্রথমে তার শিশুকে পানির বালতিতে চুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানানো হয়।

এফএস