‘যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না’

জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির
জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির | ছবি: এখন টিভি
2

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তিনি বলেন, ‘তারা অন্যদের সুবিধা করে দেওয়ার জন্য, আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার জন্যই জাতিকে বিভক্ত রাখতে চায়। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি গড়তে চাই।’

আজ (শনিবার, ২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান, নারী-পুরুষ-বৃদ্ধ বনিতা, যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে, ন্যায় বিচার তার পাওয়ার অধিকার থাকবে। সেই ন্যায় বিচার সমাজের সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে, একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তারও সমান বিচার হবে। কারো জন্য সোনার তলোয়ার, কারো জন্য ইস্পাতের তলোয়ার হবে না।’

এসময় ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বী দলের নেতাদের নির্বাচনি বক্তব্যের সমালোচনা না করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘নির্বাচনি ময়দানে অনেকে তাদের রুচি অনুযায়ী বক্তব্য দেবে, আমাদের সমালোচনা করবে, গালি দিবে। দয়া করে আপনারা তাদের গালি দিবেন না। আমরা সমালোচনা করলে যৌক্তিক সমালোচনা করবো।’

জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ জেলার ছয়টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন।

এএইচ