রাজনীতিতে শান্তি ফিরিয়ে আনতে হবে: ভোলায় আন্দালিব পার্থ

আন্দালিব রহমান পার্থের নির্বাচনি প্রচারণা
আন্দালিব রহমান পার্থের নির্বাচনি প্রচারণা | ছবি: এখন টিভি
0

ভোলা-১ আসনে জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত ১৭ বছরের রাফ পরিস্থিতি থেকে উত্তরণে রাজনীতিতে শান্তি ফিরিয়ে আনতে হবে। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) ভোলায় নির্বাচনি প্রচারণা তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রাজনীতিতে কোয়ালিটি ডেভেলপ করতে হবে। সমাজে ভালো গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে আসতে হবে।’

এর আগে সকালে ঢাকা থেকে বরিশাল হয়ে স্পিডবোটযোগে ভোলার খেয়াঘাটে পৌঁছান তিনি। সেখানে তাকে সংবর্ধনা জানান দলীয় নেতাকর্মীরা। পরে খেয়াঘাট থেকে শহরমুখী সড়কে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে গণসংযোগ করেন তিনি।

আরও পড়ুন:

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জোটের প্রার্থী হিসেবে প্রথমবারের মত ভোলায় এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ, সংবর্ধনা ও প্রচারণায় অংশ নেন পার্থ।

পার্থ বলেন, ‘যাতে সবাই ভালো থাকতে পারে সেজন্য চাঁদাবাজি, মাদক নির্মূলে সমাজ মানুষকে নিয়ে কাজ করতে হবে। ভোলার উন্নয়নে ভোলা-বরিশাল সেতুসহ নির্মাণসহ অবহেলিত ভোলাকে সাজানো হবে।’ ভোলা সদর আসনে বিজেপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এএইচ