দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী নিহত

নিহত টিপু চৌধুরী
নিহত টিপু চৌধুরী | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে টিপু চৌধুরী নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ২৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টায় কোয়ামথলাংগা প্রিটোরিয়া এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার শিকার হন তিনি।

নিহত টিপু চট্টগ্রামের মিরসরাই উপজেলার মৃত আবু তাহেরের ছেলে।

নিহতের চাচাত ভাই লিটু চৌধুরী জানান, টিপু চৌধুরী প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। শুক্রবার বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা অবস্থায় সন্ত্রাসীরা অতর্কিত তিনটি গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

আরও পড়ুন:

মরদেহ এখন দক্ষিণ আফ্রিকায় স্থানীয় থানায় রয়েছে। মরদেহ দেশের আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন লিটু।

২০ বছর আগে টিপু চৌধুরীর ভাই আবু সায়েম চৌধুরীকেও গুলি করে খুন করে আফ্রিকার সন্ত্রাসীরা।

এসএস