ভোট চুরি ঠেকাতে ভোটারদের কেন্দ্র পাহারার আহ্বান রুমিন ফারহানার

নির্বাচনি জনসভায় রুমিন ফারহানা
নির্বাচনি জনসভায় রুমিন ফারহানা | ছবি: এখন টিভি
1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরি ঠেকাতে প্রত্যেক ভোটারকে যার যার কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে আয়োজিত নির্বাচনি জনসভায় এ আহ্বান জানান তিনি।

পরমানন্দপুর পশ্চিমপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন রুমিন ফারহানা। নির্বাচনে তিনি ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রুমিন ফারহানা বলেন, ‘বহু বছর পর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন। এ সুযোগ কোনোভাবেই হারাতে দেয়া যাবে না। আমার অনুরোধ থাকবে আগামী ১১ ফেব্রুয়ারি বিকেল থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা সতর্ক ও সজাগ থাকবেন। কেউ যেন ভোট চুরি করতে না পারে।’

আরও পড়ুন:

কেন্দ্র পাহারা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রত্যেককে যার যার কেন্দ্রের পাহারায় থাকবেন। কারণ ভোটারদের একটা ভোট তাদের এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ নির্ধারণ করবে। এতো বছর পর নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার যে সুযোগ তা কোনোভাবেই হারাতে দেয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে ভোটারদের ভোট হবে হাঁস মার্কায়।’

এএইচ