থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ম্যাচের প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। এ সময় দলের হয়ে সাবিনা ও নুসরাত জোড়া এবং নীলা ও কৃষ্ণা একটি করে গোল করেন।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধে সাবিনা আরো দুটি এবং কৃষ্ণা একটি গোল করলে টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী ফুটসাল দল। মোট ৭ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের সাফ নারী ফুটসাল টুর্নামেন্ট।
রাউন্ড রবিন লিগ ফরম্যাটের ৬ ম্যাচ শেষে শীর্ষ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন। পাকিস্তানকে হারিয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশ।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। ভারত-ভুটান ম্যাচ ড্র হলে এক ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত হবে বাংলাদেশের।





