কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা; নির্বাচন বানচালের অভিযোগ প্রার্থীর

গুলিবিদ্ধ বিএনপি নেতা, আমান উল্লাহ আমান
গুলিবিদ্ধ বিএনপি নেতা, আমান উল্লাহ আমান | ছবি: এখন টিভি
2

ঢাকার কেরানীগঞ্জে বিএনপির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জের ঢালিকান্দি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, হামলার কারণ উদঘাটন ও হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

ঢাকা-২ আসনে বিএনপির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। কেরানীগঞ্জ মডেল উপজেলার হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নির্বাচনি কার্যক্রম শেষ করে বাসায় ফিরছিলেন তিনি।

গুলিবিদ্ধ হাসান মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত হাসান মোল্লাকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। এসময় একটি গুলি তার বুকে লাগে। দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন বলেন, ‘আমাদের পেছনে পেছনে আসছে, মোটরসাইকেলে লাইট ছিল না। হঠাৎ করে আমাদের সামনে এসে ব্রেক দিছে। দিয়ে পেছনে যে বসা ছিল, উনি শুট করছে। দুজনের মাথাতেই হেলমেট ছিল।’

আরও পড়ুন:

ঢাকা মেডিকেলে এসে বিএনপির প্রার্থী অভিযোগ করেন, হাসান মোল্লাকে হত্যার উদ্দেশে গুলি চালানো হয়েছে। নির্বাচনকে বানচাল করাই তাদের উদ্দেশ্য।

ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান বলেন, ‘আমার ধারণা, নির্বাচনকে বানচাল করার জন্য যারা নির্বাচন চায় না, সে পদক্ষেপই তারা গ্রহণ করেছে যেন নির্বাচন বানচাল করা যায়। নির্বাচন যেন না হয়। সেই লক্ষ্যেই তারা এ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।’

এসময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান আমান উল্লাহ আমান।

এসএস