আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) পুলিশ জানায়, র্যাব-৭ এর ডিএডি পদমর্যাদার একজন কর্মকর্তা বুধবার রাতে সীতাকুণ্ড থানায় মামলাটি করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী বাহিনীর প্রধান হিসেবে নানা সময় সমালোচিত মো. ইয়াসিনকে প্রধান আসামি করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন জনের মধ্যে দুইজন এজাহারনামীয় এবং অপরজন সন্দেহভাজন।
নিহত আবদুল মোতালেব র্যাব-৭ এর উপসহকারী পরিচালক ছিলেন। সোমবার বিকালে জঙ্গল ছলিমপুরে অভিযানের সময় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় তিনি মারা যান। গুরুতর আহত হন আরও তিন র্যাব সদস্য।





