পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, আইসিসি যদি বাংলাদেশের দাবি অনুযায়ী শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে না নেয়, সেক্ষেত্রে বিশ্বকাপ বর্জনের কথা ভাববে পাকিস্তান।
গতকাল ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ভোটাভুটিতে হেরে যায় বাংলাদেশ। তবে পাশে ছিল একমাত্র পাকিস্তান।
আরও পড়ুন:
এবার আরও কঠোর হওয়ার কথা ভাবছে দেশটির বোর্ড। যদিও এর আগেও পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করার খবর দিয়েছিল জিও সুপার।
তবে সেই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছিল দেশটিরই অন্যান্য গণমাধ্যম। এবার দেখার অপেক্ষা, গুঞ্জন নাকি সত্যিই বিশ্বকাপ বর্জন করে পাকিস্তান। পিসিবি এমন সিদ্ধান্ত নিলে নাটকীয় মোড় নেবে চলমান ইস্যুটি।





