বাংলাদেশ–আফগানিস্তান বাণিজ্য সম্প্রসারণে বায়োফার্মা লিমিটেডের উদ্যোগ

উচ্চ পর্যায়ের বিশেষ ব্যবসায়িক প্রতিনিধিদলের সঙ্গে নৈশভোজের আয়োজন করেছে বায়োফার্মা লিমিটেড
উচ্চ পর্যায়ের বিশেষ ব্যবসায়িক প্রতিনিধিদলের সঙ্গে নৈশভোজের আয়োজন করেছে বায়োফার্মা লিমিটেড | ছবি: এখন টিভি
1

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গত ২০ জানুয়ারি ঢাকার গুলশানে অবস্থিত হোটেল সিক্স সিজনসে আফগানিস্তান থেকে আগত উচ্চ পর্যায়ের এক বিশেষ ব্যবসায়িক প্রতিনিধিদলের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করেছে বায়োফার্মা লিমিটেড।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রদর্শনী বিভাগের প্রধান মৌলভী কাবিল মোহাম্মদ আবিদ। তার নেতৃত্বে আফগানিস্তান থেকে আগত প্রায় ৬০ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।

আরও পড়ুন:

আগত অতিথিদের আমন্ত্রন জানান বায়োফার্মা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. লকিয়ত উল্লাহ। অনুষ্ঠানে তিনি বাংলাদেশ ও আফগানিস্তানের বাণিজ্যিক সম্ভাবনা ও অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন।

নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার বাণিজ্যিক সম্ভাবনা, বিদ্যমান প্রতিবন্ধকতা হ্রাস, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বায়োফার্মা লিমিটেড আশা প্রকাশ করছে, এ আয়োজন দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এসএইচ