রুয়েট ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল প্রকাশ যেদিন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) | ছবি : সংগৃহীত
0

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (RUET) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা (RUET Undergraduate Admission Test) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টায় ‘ক’ গ্রুপের পরীক্ষা (RUET Admission Test Result 2026) সম্পন্ন হয়। অন্যদিকে, ‘খ’ গ্রুপের (আর্কিটেকচার) অতিরিক্ত অঙ্কন পরীক্ষা দুপুর ১টা ১৫ মিনিটে শেষ হয়।

রুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য একনজরে

  • পরীক্ষা সম্পন্ন: ২২ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় পরীক্ষা শেষ হয়েছে।
  • ফল প্রকাশের সম্ভাব্য তারিখ: ৬ ফেব্রুয়ারি ২০২৬।
  • মোট আসন সংখ্যা: ১,২৩৫টি (সাধারণ ১,২৩০ + সংরক্ষিত ৫টি)।
  • মোট পরীক্ষার্থী: ১৮,২৭৭ জন।
  • প্রতি আসনের বিপরীতে লড়ছেন: প্রায় ১৫ জন শিক্ষার্থী।
  • পরীক্ষা কেন্দ্র: রুয়েট (রাজশাহী) এবং বুয়েট (ঢাকা)—এই প্রথম দুই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
  • বিভাগ সংখ্যা: মোট ১৪টি বিভাগ।
  • আর্কিটেকচার পরীক্ষা: 'খ' গ্রুপের অতিরিক্ত অঙ্কন পরীক্ষা রুয়েট কেন্দ্রে দুপুর ১টা ১৫ মিনিটে শেষ হয়েছে।
  • শীর্ষ আসন বিশিষ্ট বিভাগ: সিভিল, ইইই, সিএসই এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (প্রতিটিতে ১৮০টি করে আসন)।

আরও পড়ুন:

ভর্তি পরীক্ষার ফল ও আসন সংখ্যা (RUET Result and Seats)

রুয়েট প্রশাসন সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ (Probable Date of RUET Admission Result) আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৬। এবারের ভর্তি পরীক্ষায় ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩৫টি আসনের (Total Seats in RUET) বিপরীতে মোট ১৮ হাজার ২৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীদের সুবিধার্থে এবারই প্রথম রুয়েট কেন্দ্রের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) কেন্দ্রেও পরীক্ষার আয়োজন করা হয়েছে।

বিভাগ অনুযায়ী আসন বিন্যাস (RUET Department wise Seats)

রুয়েটের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর আসন সংখ্যা নিচে তুলে ধরা হলো:

  • সিভিল ইঞ্জিনিয়ারিং: ১৮০টি
  • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE): ১৮০টি
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE): ১৮০টি
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১৮০টি
  • আর্কিটেকচার: ৩০টি
  • সংরক্ষিত আসন: ৫টি (ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য কোটা)

আরও পড়ুন:

পরীক্ষার্থী ও কেন্দ্রের তথ্য (RUET Admission Exam Centers)

মোট পরীক্ষার্থীদের মধ্যে রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৭৭ জন এবং বুয়েট কেন্দ্রে ৯ হাজার ৮০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। ‘খ’ গ্রুপের অধীনে আর্কিটেকচার বিভাগের অঙ্কন পরীক্ষায় অংশ নেন ৬৭০ জন শিক্ষার্থী।

রুয়েট ভর্তি ২০২৬: বিভাগ অনুযায়ী আসন সংখ্যা (RUET Seat Matrix)

ক্রমিকবিভাগের নাম (Department Name)আসন সংখ্যা (Seats)
সিভিল ইঞ্জিনিয়ারিং (CE)১৮০
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)১৮০
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)১৮০
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME)১৮০
আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (URP)৬০
ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETE)৬০
ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ECE)৬০
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE)৬০
সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (GCE)৬০
১০মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং (MTE)৬০
১১ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (MSE)৬০
১২আর্কিটেকচার (Arch)৩০
১৩বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (BECM)৩০
১৪কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ChE)৩০
সাধারণ আসন সংখ্যা (General Seats)১,২৩০
সংরক্ষিত কোটা (Reserved Seats)
সর্বমোট আসন (Total Seats)১,২৩৫

আরও পড়ুন:


এসআর