ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের মামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে এ আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল–২ এর তিন সদস্যের বেঞ্চ। আগামী ১৭ ফেব্রুয়ারি এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য দিন ধার্য করেছেন আদালত।

আরও পড়ুন:

উল্লেখ্য, এ মামলার সাত আসামির সবাই পলাতক রয়েছেন। ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

আসামিদের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যার পরিকল্পনা-নির্দেশ, উসকানি ও বাস্তবায়নে নেতৃত্বের সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

এসএইচ