রেজাউল করীমকে নিয়ে ফেসবুকে ‘মিথ্যা প্রচার’, ডিবিতে অভিযোগ

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম | ছবি: সংগৃহীত
0

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ রেজাউল করীমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে অভিযোগ দায়ের করেছে দলটি।

আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।

আরও পড়ুন:

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনের মাঠে দলের শীর্ষ নেতাদের হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিত প্রপাগান্ডা ছড়াচ্ছে।

অপপ্রচারের বিষয়ে তিনি জানান, এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ডিবিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এএম