ঢাকার ১৩ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নির্বাচন কমিশনের লোগো
নির্বাচন কমিশনের লোগো | ছবি: এখন টিভি
0

ঢাকা মহানগরীর ১৩টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন চৌধুরী। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুর পর্যন্ত ঢাকা ৪ আসন থেকে ঢাকা ১০ আসন পর্যন্ত ৭ টি আসনের বৈধ প্রতিনিধিকে প্রতীক দিয়েছেন।

প্রতীক পেয়ে নির্বাচন কমিশনের প্রতি পক্ষপাতের অভিযোগ করেছেন জামায়াত, এনসিপি ও এবি পার্টির প্রার্থীরা। তবে নির্বাচনের মাঠ সমতলই আছে বলে দাবি করেছেন বিএনপি প্রার্থীরা।

আরও পড়ুন:

এরইমধ্যে ঢাকা ৬ আসনের জামায়াত প্রার্থী অভিযোগ করেছেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর ভবন থেকে নির্বাচন অফিস সরিয়ে নেবার যে আবেদন করেছেন তা আমলে না নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরিয়ে দেয়া হয়েছে। স্বতন্ত্র ও নারী প্রার্থীরা নিরাপত্তাহীনতার কথা বলেছেন।

ইএ