পক্ষপাতমূলক আচরণের অভিযোগ: ব্যবস্থা না নিলে তালিকা প্রকাশের হুঁশিয়ারি জামায়াতের

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের | ছবি: এখন টিভি
0

আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এসব কর্মকর্তার ভূমিকা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যকর পদক্ষেপ না নিলে অভিযুক্ত কর্মকর্তাদের নাম-তালিকা প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় সভা শেষে তিনি এসব জানান।

এসময়ে তিনি আরও বলেন, ‘নারীদের দিয়ে জামায়াতে ইসলামীর প্রচারণার বিষয়টি সত্য নয়।’ একটি বিশেষ দল সন্ত্রাসী লেলিয়ে দিচ্ছে অভিযোগ করে জামায়াতের এই নেতা বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে ইসিকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

আরও পড়ুন:

একই অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা-১৫ আসনের বিএনপির প্রার্থী অভিযোগ জানান, নারীদের মাধ্যমে জামায়াতের প্রচারণার তথ্য প্রমাণ রয়েছে।

এসময় ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আচরণবিধি প্রতিপালনে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়ে জোর দেন। ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এএম