পাবনায় পাঁচটির মধ্যে তিন আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

তিন আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
তিন আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনায় পাঁচটির মধ্যে তিন সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করে।

পাবনার এ তিন আসনে মোট ১৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাবনার ৫টি সংসদীয় আসনের মধ্যে পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে সীমানা জটিলতার কারণে পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছে।

সে অনুযায়ী এ দুটি আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

এএইচ